কক্সবাজারের পেকুয়ায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বর্তমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি ও পাক্কিক পেকুয়ার সম্পাদক সাংবাদিক ছফওয়ানুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী।
টুর্নামেন্ট উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। টুর্নামেন্টের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পেকুয়া স্পোটিং ক্লাবের সভাপতি মো. জিয়া উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. ফয়সাল, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল হাশেম, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মকুটসহ জেলা উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচটি চট্টগ্রামের বাঁশখালীর বুলেট স্টার ক্লাব ছনুয়া বনাম চট্টগ্রামের আলহাজ জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশন ফুটবল একাদশ রাঙ্গুনিয়া মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে জাতীয় সংগীত ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক দল খেলার মাঠে গান পরিবেশন করে উদ্বোধন ম্যাচ জাঁকজমকভাবে শুরু করে। এতে হাজার হাজার দর্শক খেলা দেখতে ভিড় জমায়। সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও পাশাপাশি নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলায় চট্টগ্রামের আলহাজ জালাল উদ্দীন মদিনা ফাউন্ডেশন ফুটবল একাদশ রাঙ্গুনিয়া ২-৫ গোলে জয়ী হন। নির্ধারিত ৬০ মিনিটের খেলা পরিচালনা করেন কক্সবাজার রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশেম কুতুবী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয় দলের সমরজয় তংচঙ্গা।
খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন বলেন, আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে, পরবর্তী খেলা ২৭ জানুয়ারি বিকাল ৩ টায় একই মাঠে অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/পিআর