চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে দেড় লাখ টাকা দামের ২ গরু চুরি

রাউজান সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২৫ | ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়ার এক গৃহস্তের প্রায় দেড় লাখ টাকা দামের দুটি গরু গোয়াল থেকে চুরি করে নিয়ে গেছে চোর।

 

গরুর মালিক রফিক আহমদ বলেছেন, গত রবিবার গভীর রাতে তার বসতঘরের সাথে লাগোয়া গোয়াল ঘরের শিকল ও তালা কেটে দেড় লাখ টাকা দামের দুটি গরু নিয়ে যায়। সকালে উঠে গোয়ালে গরু না দেখে তিনি অভিযোগ নিয়ে থানায় যান। পরে অভিযোগ তদন্তের দায়িত্ব পায় পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দিপদাশ রায়।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, গরু চোর দুটি গরু চুরি করে নিলেও তাদের একটি মোবাইল ফোন গোয়ালে ফেলে গেছে। এখন মোবাইলের সূত্র ধরে চোর শনাক্তের চেষ্টা চলছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট