কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে টমটম ইজিবাইকের গতিরোধ করে মোহাম্মদ ফোরকান (৩৭) নামের এক প্রবাসীকে অপহরণের চেষ্টা চালিয়ে বেদড়ক পিটিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। ওইসময় তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নগদ ৭৫ হাজার টাকা, দুবাইয়ের মুদ্রা ৫৫০ দেরহাম এবং একটি মোবাইল ফোন।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে চকরিয়া বদরখালী সড়কের পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এসময় প্রবাসীকে অপহরণকারীরা তাদের গাড়িতে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার প্রাক্কালে খবর পেয়ে সাহারবিলের রামপুর স্টেশন এলাকায় সড়কে ব্যারিকেট দেন বিক্ষুব্ধ জনতা। ওইসময় অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা ওয়াহেদুল ইসলাম (৩৫) নামের এক পথচারীকে চাপা দিয়ে তাদের ব্যবহৃত কালো রঙের টি.আর.এক্স মাইক্রোবাস (রেজি: ঢাকা-মেট্রো-চ-১১-৬৪৯৩) গাড়িটি পুনরায় ঘুরিয়ে নিয়ে বদরখালীর দিকে রওনা দেয়। এ অবস্থায় বিক্ষুব্ধ জনতা গাড়িটির পেছন থেকে ধাওয়া করলে কিছুদুর সামনে গিয়ে চোয়ারফাড়ি বাজারের পুরাতন রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যায় অপহরনকারী দুবৃর্ত্তরা।
পরে চকরিয়া থানার এসআই সাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অপহরনকারী চক্রের ফেলে যাওয়া গাড়িটি আটক করে। ঘটনার পর আহত দুইজনকে উদ্ধার করে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত প্রবাসী মোহাম্মদ ফোরকান উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভেরুয়াখালী পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। অপর আহত ওয়াহেদুল ইসলাম সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।
এ ঘটনায় গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) অপহরণচেষ্টার শিকার প্রবাসী ফোরকানের পিতা জয়নাল আবেদীন (৬০) বাদী হয়ে চকরিয়া থানায় ৬ জন অজ্ঞাতনামা অপহরনকারীর বিরুদ্ধে একটি এজাহার জমা দিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। অপহরনকারী চক্রের ব্যবহৃত গাড়িটি আটক করা হয়েছে। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় প্রবাসির পিতা কর্তৃক জমা দেওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হবে। ঘটনায় জড়িত অপহরনকারী চক্রকে ধরতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ