কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা এবং একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন।শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২ টা’র দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন কক্সবাজারের দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উখিয়ামুখী সিএনজির সাথে কক্সবাজারমুখী একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাকের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সিএনজিটির সামনের অংশটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।
পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ