চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে সরকারি গাছ সন্দেহে কেটে নেয়া ৬টি মেহগনি গাছ জব্দ

সীতাকুণ্ড সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২৫ | ৯:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রাম্য সড়কের পাশ থেকে কেটে নেয়া ছয়টি মেহগনি গাছ জব্দ করেছে উপকূলীয় বনবিভাগ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের নির্দেশে তারা গাছগুলো জব্দ করেছেন।

 

কেটে নেয়া গাছগুলো সরকারি গাছ বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে গাছকাটার সাথে জড়িত ব্যক্তিরা গাছগুলো তাদের ব্যক্তিগত রোপন করা বলে দাবি করেছেন। এ বিষয়ে আগামীকাল শুক্রবার তদন্ত করা হবে বলে জানিয়েছেন ইউএনও।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভাধীন শেখপাড়া এলাকায় সমতা সংঘ নামক একটি প্রতিষ্ঠানের সামনের সড়কের পাশ থেকে ছয়টি মেহগনি গাছ কেটে ফেলা হয়। গোপন সূত্রে সরকারি গাছ কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ পেলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসক কে. এম রফিকুল ইসলাম তাৎক্ষণিক উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিনকে এ গাছগুলো জব্দ করার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কেটে নেয়া গাছগুলো জব্দ করেন তিনি।

 

রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ইউএনও’র কাছে খবর আসে কিছু সরকারি গাছ কেটে ফেলা হচ্ছে। তখন আমি স্যারের দপ্তরেই ছিলাম। এ খবর পেয়ে স্যার আমাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিলে আমি লোক পাঠিয়ে কেটে নেয়া ছয়টি মেহগনি গাছ জব্দ করি। গাছগুলো যারা কেটে ছিলো তারা দাবি করছেন, এই গাছগুলো তারাই লাগিয়েছিলেন। পাশাপাশি এই গাছ কাটার জন্য তারা উপজেলা প্রশাসনের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু আবেদন গ্রহণ করলেও ইউএনও স্যার অনুমতি প্রদানের আগেই তারা গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন।

 

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, যে জায়গায় গাছ লাগানো হয়েছিলো সে জায়গা সরকারি কিনা তা নিশ্চিত হতে আগামীকাল শুক্রবার যাচাই করে দেখব। জায়গা সরকারি হলে তারা গাছ লাগালেও গাছ সরকারি হিসেবে ধরা হবে। আর জায়গা তাদের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট