নির্মল আকাশ। আবছা শীতল বাতাস। রঙবেরঙের পোশাকে তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত প্রাঙ্গণ। ডালে ডালে মঞ্জুরিত নতুন ফুলদল। রঙিন ডানায় ফুলের পরাগ মেখে হাওয়ায় দোল দিচ্ছে বর্ণিল প্রজাপতি। একদিকে শীতের দিন, অন্যদিকে ফুল উৎসবের দোল লেগেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে। পার্কজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এমনই মনোমুগ্ধকর পরিবেশে মঞ্চ থেকে ভেসে আসছে নানা গান।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ডিসি পার্কে ফুল উৎসবের মঞ্চে মিরসরাই শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় গান, নৃত্য আর আবৃত্তি।
চলতি বছর সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে বর্ণিল আয়োজনের মাধ্যমে মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়েছে। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন ধারাবাহিকভাবে চট্টগ্রাম নগরী এবং বিভিন্ন উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাসব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, মুভি শো, ভায়োলিন শো, পুতুলনাচসহ নানা আয়োজন রাখা হয়েছে। পুকুরে নৌকাবাইচের জন্য রাখা হয়েছে বেশ কটি নৌকা।
মিরসরাই উপজেলার শিল্পকলা একাডেমির পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। শিল্পকলার ক্ষুদে শিক্ষার্থীদের নৃত্য, জারি গান, পাঁচমিশালী নৃত্য, কবিতা আবৃত্তি, একক গানের সুরের মূর্ছনায় শীতের সন্ধ্যার ফুল উৎসব মঞ্চ প্রাঙ্গণকে করেছিলো প্রাণবন্ত। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজ জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) রনি সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ