বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
ডিআইজি মো. আহসান হাবিব পলাশ বলেন, সীমান্ত চোরাচালান একটি জাতীয় সমস্যা। এটি দেশের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এই সমস্যা মোকাবেলায় সরকার একা কিছু করতে পারবে না। সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সীমান্ত চোরাচালান বন্ধে বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সকলকে একযোগে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া চোরাচালান বন্ধ করা সম্ভব নয়।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কায়সার সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফারুখ হোসেন খাঁন এবং কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ।
উল্লেখ্য যে, সীমান্ত চোরাচালান বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে। এর ফলে রাজস্ব আহরণ কমে যায়, দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং অবৈধ মাদকদ্রব্যের চালান বৃদ্ধি পায়।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ