বোয়ালখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ সাফিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার দক্ষিণ করলডেঙ্গা চম্পা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সাফিন ওই এলাকার ওবায়দুল হকের ছেলে। সে কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে মায়ের সাথে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিল সাফিন। এ সময় সাফিন নানার বাড়িতে খেলছিল। এর একপর্যায়ে সাফিনকে দেখতে না পেয়ে সাফিনের মা ছেলে বাড়ি ফিরে গেছে মনে করে তিনিও বাড়ি ফিরে যান। পরে ছেলেকে বাড়িতেও দেখতে না পেয়ে শুরু হয় খোজাখুঁজি। বিকেলে সাফিনের মরদেহ মিলে পুকুরে।
বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী বলেন, সকাল ১০টা থেকে সাফিনকে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৪টার দিকে গ্রামের এক লোক গোসল করতে গেলে পুকুরে সাফিনের মরদেহ দেখতে পান।
তিনি জানান, তিন ভাই ও তিন বোনের মধ্যে সাফিন সবার ছোট ছিল। পাঁচ বছর আগে সাফিনের মতো তার বড় ভাই মো. রিয়াজও পুকুরে ডুবে মারা গিয়েছিল।
পূর্বকোণ/মাহমুদ