চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে মেরে পুলিশে দিলেন চবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

৬ জানুয়ারি, ২০২৫ | ১১:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে মেরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা তিনটায় এ ঘটনা ঘটে।

 

পুলিশে দেওয়া ওই ছাত্রলীগ কর্মীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আজ ওই বর্ষের ৫০৬ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নিতে তিনি বিভাগে এসেছিলেন। পরীক্ষা শেষে তাকে পুলিশে দেন শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাজনীতিবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়েছে গত ১ ডিসেম্বর। সাজ্জাদ এর আগেও ছয়টি পরীক্ষায় অংশ নিয়েছেন। আজ তার ৭ নম্বর পরীক্ষা ছিল। ওই বর্ষের আরও চারটি পরীক্ষা বাকি রয়েছে।

 

বিভাগের শিক্ষার্থীরা জানান, অভ্যুত্থান চলাকালে সাজ্জাদ শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট দিয়েছেন। কাউকে কাউকে হুমকিও দিয়েছেন। এ কারণে ওই সময়ই বিভাগের শিক্ষার্থীরা মিলে তাকে বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ সাজ্জাদের সঙ্গে কেউ ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না। তবে এ সিদ্ধান্ত থাকার পরও সাজ্জাদ পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিভাগের শিক্ষকদের সহযোগিতায় অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা হয়ে অন্য একটি কক্ষে সাজ্জাদ এত দিন পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আজ বেলা একটা থেকেই শিক্ষার্থীরা রাজনীতিবিজ্ঞান বিভাগের সামনে জড়ো হন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট