পেকুয়া উপজেলার সব চাইতে বড় হাট পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে পেকুয়া উপজেলা প্রশাসন। আজ সোমবার (৬ জানুয়ারি) সোমবার বিকাল সাড়ে ৩টায় পেকুয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম দৈনিক পূর্বকোণকে বলেন, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারনে এ অভিযান। এটা পেকুয়ার সব চাইতে পুরাতন একটা বিশাল মাঠ। এখানে অবৈধভাবে মাঠ দখল করার কোন সুযোগ কাউকে দেওয়া হবে না। এই মাঠের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলাধুলাসহ সব কিছুর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ ধরনের অভিযান সব সময় চলবে বলেও জানান।
পূর্বকোণ/এমরান/আরআর/পারভেজ