চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে অটোরিকশা চালক মোহাম্মদ সুজনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলাধীন চসিক দক্ষিণ পাহাড়তলী ১ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ গ্রামের গুল মোহাম্মদ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে আলী মোল্লা বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ সুজন নামে এক অটোরিকশা চালকের বসতঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশা চালক মোহাম্মদ সুজনের স্ত্রী ও সন্তান ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী এলাকার দোকানে সদাই কিনতে গেলে সন্ধ্যায় হঠাৎ তার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র রিংস্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ