কক্সবাজার জেলা জাতীয়তাবাদী দল বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় শাখার অন্তর্গত আজমান শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) আজমান নতুন সানাইয়া হলরুমে জাফর আলম মুন্নার সভাপতিত্বে ও ফোরকান উদ্দিনের সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক হাজী নাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার মুখপাত্র ও ইউএই কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমাম শরীফ ইমু। প্রধান অতিথির বক্তব্যে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইমাম শরীফ ইমু বলেন, আর বিলম্ব না করে ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত একটি নির্বাচনে ব্যবস্থা করুন। বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করুন। দেশে-বিদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আব্দুল সাত্তার, সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা আশরাফ উর রহমান রাসেল, সদস্য আবছার হায়দার মুন্না, চকরিয়া পৌরসভা বিএনপির সহ-প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন ও সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, সিনিয়র সদস্য মিজানুর রহমান, সিনিয়র সদস্য এস এম ফরহাদ, যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম, সিনিয়র সদস্য জাফর আলম, নুরুল ইসলাম, মিনহাজ উদ্দিন,হারুন অর রশিদ প্রমুখ।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সাবেক মন্ত্রী সালাহ্ উদ্দিন আহমেদ ও সভাপতি শাহজাহান চৌধুরী ও দলীয় অসুস্থ নেতা কর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ