চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের দাফন সম্পন্ন

চকরিয়া সংবাদদাতা

৪ জানুয়ারি, ২০২৫ | ৭:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানকে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

শনিবার (৪ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় মরহুমের নামাজে জানাজা আদায় করা হয়। জানাজায় সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

এর আগে, গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এসএমচর মাস্টার পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

 

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিনের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়।

 

বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা স্কাউট টিমের কমিশনার, সাকের মোহাম্মদ চর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

 

খ্যাতনামা শিক্ষক, সমাজ হিতৈষী ও মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের মৃত্যুতে কক্সবাজার জেলার শিক্ষক সমাজসহ পুরো চকরিয়াবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট