চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

খাগড়াছড়িতে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

২ জানুয়ারি, ২০২৫ | ১১:০৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় ফিরোজ (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফিরোজ বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় রাকিব কাজী (৪৫) নামে মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী আহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

 

পুলিশ জানায়, সিমেন্টবোঝাই ট্রাক চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় শহরের প্রবেশমুখে জিরোমাইল এলাকায় মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফিরোজ নিহত হন।

 

পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার দুজনেই পলাতক।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট