চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

১ জানুয়ারি, ২০২৫ | ১১:৫০ অপরাহ্ণ

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে ফটিকছড়ি উপজেলা ছাত্রদল। বুধবার বিকেলে উপজেলার বিবিরহাট এলাকায় এই র‌্যালির আয়োজন করা হয। উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ের সামনে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় র‌্যালিটি।

 

এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মো মহিন উদ্দিন, নাজিরহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর চৌধুরী মঈন, যুগ্ম আহবায়ক মীর আলী আকবর, এম এ মাহফুজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাবেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নজিবুল করিম, নাজিরহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল অভি, ইরফান, সাইফুল, মো. মিনহাজ, জেকি, মুরাদ অভি, রোকন, তারেকন, মোস্তাকিম, তাসিন, খোরশেদ, হৃদয়, জিয়া উদ্দীন, সাইম চৌধুরীসহ ফটিকছড়ি উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট