চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিয়েতে যাওয়ার পথে জিপের ধাক্কায় একজনের মৃত্যু, আহত ৩

টেকনাফ সংবাদদাতা

১ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়া মেরিনড্রাইভ সড়কে পর্যটকবাহী দ্রুতগামী জিপ চাপায় একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে (টমটম) নারীসহ ৪ জন যাত্রী টেকনাফের বাহারছড়া শামলাপুর মেরিনড্রাইভ সড়ক দিয়ে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারের দিক থেকে আসা পর্যটকবাহী দ্রুতগামী একটি জিপ রংসাইডে গিয়ে অটোরিকশাকে (টমটম) সজোরে পিছন দিক থেকে চাপা দিলে যাত্রীরা গুরুতর আহত হয়। চাপা দিয়ে পর্যটকবাহী দ্রুতগামী জিপটি পালিয়ে যেতে চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত জনতা জিপটি আটক করে পুলিশকে খবর দেয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহতদের মধ্যে বাহারছড়া শামলাপুর পশ্চিম পুরানপাড়া দরবেশ আলীর ছেলে আবুল হাশেম (৩৫) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অপর যাত্রী গুরুতর আহত ইয়াসমিন আক্তারকে (৩০) কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে অপর আহত দুইজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শোভন কুমার সাহা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট