চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ২৫

সীতাকুণ্ড সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করালে অবস্থা গুরুতর হওয়ায় ৭ জনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ফকিরহাট মোস্তফা সিএনজির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- রেজাউল (২৮), শারমিন আক্তার (৩৬), শান্তি রায় (২৪), শাহীনুর (২৫), মো. শহিদ উল্লাহ (৬০), আরিফ (২৪), সুমিতা বড়ুয়া (৬৫), বাদল (৫৭), নয়ন কুমার (২৮), রিনা (৪৫), ফরহাদ (২৮), পিয়াস (১৯), জিয়াউল হক (৩৯), জান্নাত (২৮), এমরান (২২), জাহাঙ্গীর আলম, খোকন (৪০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ফকিরহাট মোস্তফা সিএনজির সামনে সড়কে একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে হানিফ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক-হেল্পারসহ অন্তত ২৫ জন আহত হয়।

 

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসের আহত যাত্রীদের উদ্ধার করে। ১১ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় তারা।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বাড়বকুণ্ডের বাসিন্দা সবুজ শর্মা জানান, হানিফ পরিবহনের বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনার পর রক্তাক্ত অবস্থায়ও অনেকে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। আর অন্যদেরকে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যান।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় মোট ১৭ জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট