চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ধরতে অভিযান চালিয়েছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) দিনভর তাদের অভিযানে ২০টি অটোরিকশা আটক করে মামলা দায়ের করা হয়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সিএনজি অটোরিকশাসহ তিন চাকার বিভিন্ন যানবাহন আশংকাজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশ একেবারেই উদাসীন থাকায় সর্বত্র নেতিবাচক আলোচনা শুরু হয়েছে। প্রায়শ ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত রবিবার ও আজ সোমবার দুই দিনে দুটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে রবিবার সোনাইছড়ির শীতলপুরে একটি সিএনজি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে দুই ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং সোমবার পৌরসদরের উত্তর বাইপাস এলাকায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনা কবলিত হয়ে একজন গুরুতর আহত হয়েছেন।
এসব ঘটনার প্রেক্ষিতে সোমবার বারআউলিয়া হাইওয়ে থানার সামনে বাঁশবাড়িয়া মহাসড়কে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় পুলিশ দেখে বেপরোয়া গাড়ি চালিয়ে পালাতে থাকে অটোচালকরা।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, পুলিশ দেখে মৃত্যুভয় উপেক্ষা করে পালাতে থাকে সিএনজি চালকরা। তবুও আমরা অভিযান চালিয়ে ২০টি গাড়ি আটক করে তাদেরকে মামলা দিয়েছি। অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ