চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পাইন্দং ইউনিয়ন বিএনপির ‘মনগড়া পকেট কমিটি’ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪২ অপরাহ্ণ

ফটিকছড়ির পাইন্দংয়ে জ্যেষ্ঠ নেতাদের না জানিয়ে রাতারাতি সম্মেলন করে ইউনিয়ন বিএনপির কমিঠি ঘোষণার অভিযোগ উঠেছে। নতুন কমিটিকে ‘মনগড়া পকেট কমিটি’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতারা। তাদের দাবি, সম্মেলনের বিষয়ে খোদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ককেও জানানো হয়নি। রাতারাতি সম্মেলন ডেকে তড়িঘড়ি করে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করেন তারা।

 

রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পাইন্দং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা, ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক আহবায়ক আবু আজম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য নাজিম উদ্দীন শাহীন প্রমুখ।

 

এ সময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বলেন, পাইন্দং ইউনিয়ন বিএনপির সদ্য গঠিত কমিটি নিয়ে সন্তুষ্ট নন নেতাকর্মীরা। এই কমিটি হতাশ করেছে নেতাকর্মীদের। ঘোষিত কমিটি দিয়ে সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে না। তড়িঘড়ি করে ঘোষণা করা এই মনগড়া পকেট কমিটি বিলুপ্ত করতে হবে। এজন্য জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি।

 

পাইন্দং ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক আহবায়ক আবু আজম তালুকদার বলেন, কমিটির বিষয়ে আমাকে জানানো হয়নি অথচ আমি ছিলাম ইউনিয়ন বিএনপির আহবায়ক।

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী বলেন, ত্যাগী ও সিনিয়রদের বাদ দিয়ে এটা ঠিক হয়নি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত দেবে বলে আশা করছি।

 

উপজেলা বিএনপি সদস্য নাজিম উদ্দীন শাহীন বলেন, বিগত সময়ে যারা অন্দোলন সংগ্রামে ছিল এমন বিএনপি নেতৃবৃন্দ এবং সিনিয়রদের বাদ দিয়ে যে সম্মলেন হয়েছে তা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়েছে। আমরা আশা করছি তারা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দেবেন। আমরা সাংগঠনিক নিয়মেই এগুচ্ছি।

 

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, আবুল কালাম চৌধুরী, মো. বশর চৌধুরী, আহাম্মদ ছাফা, নাজিমুল হক লিটন, দৌলত মিয়া, শাহাব উদ্দিন, নুরুল আলম, মো. সাইফুদ্দিন, খায়রুল বশর, রফিকুল আলম, আবুল কাসেম, নুরুল আলম, দিদারুল আলম, সামশুল আলম, তাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর, সুবজ, রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট