চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারের ট্যুরিজমকে প্রচার করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে: অর্থ উপদেষ্টা

কক্সবাজার সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৪ | ৮:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের ট্যুরিজমকে আরও বেশি প্রচার করা হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন।

 

উপদেষ্টা বলেন, বাংলাদেশের সমুদ্র সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিশাল সম্ভাবনা। বিশেষ করে কক্সবাজারের ট্যুরিজমকে আরও বেশি প্রচার করা হলে দেশের অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব।

 

সভায় পর্যটন শিল্পের বিকাশ, একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জন, স্বাস্থ্য শিক্ষা এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শও প্রদান করেন উপদেষ্টা।

 

উক্ত সভার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন সভায় বলেন, কক্সবাজারের ট্যুরিজমকে আধুনিক প্রযুক্তির সাহায্যে আরও উন্নত করা সম্ভব। তিনি জেলা প্রশাসনকে এ বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ জানান।

 

সভায় জেলার বিভিন্ন দপ্তর ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট