চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হুইপ কমলের ভাইয়ের স্ত্রী পরিচয়ে দাপিয়ে বেড়ানো শেফালী গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ

কক্সবাজার পৌরসভা ১০ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী সুফিয়া আক্তার শেফালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ভাইয়ের স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াতেন।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে এসআই নূর মোহাম্মদ ও এসআই সাইফুলের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জাল পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, শেফালীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

এসআই নূর মোহাম্মদ সূত্রে জানা যায়, শেফালীর বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তাকে খুঁজা হচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

শেফালী রামু মন্ডল পাড়ার মৃত নূর আহম্মদের মেয়ে। তিনি কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মোজাহের পাড়ায় বসবাস করতেন।

 

দীর্ঘদিন ধরে শেফালী নিজেকে সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ভাইয়ের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয়ের সুযোগ নিয়ে তিনি বিভিন্ন কাজে জড়িত ছিলেন।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট