চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সোনাইছড়ি, শীতলপুর, বাড়বকুণ্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- ভোলা জেলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে মো. তাইজুদ্দিন (৪২), নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার হাপানিয়া এলাকার সাইদুর রহমানের ছেলে মো. খোকন (৩০) এবং নেত্রকোনা সদরের মো. রানা (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন স্থানীয় একটি রড প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শ্রমিক মো. তাইজুদ্দিন (৪২)। তিনি ভোলা জেলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে। অন্যদিকে একই দিন দুপুর দেড়টার দিকে মহাসড়কের শীতলপুর এলাকায় ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে অটো রিকশাটি মহাসড়ক থেকে অনেক দূরে ছিটকে পড়ে। এতে ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান। তাদের অবস্থা আঙ্কাজনক বলে জানা গেছে।
এর কিছুক্ষণ পর অপর ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলাধীন মহাসড়কের বাড়বকুণ্ড ইউনিয়নের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায়। এ সময় ধান মাড়াইয়ের মেশিন নিয়ে যাবার সময় একটি ভ্যান গাড়িকে পেছন থেকে আসা ট্রাক সজোরে ধাক্কা দিলে মেশিনসহ গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়লে গাড়িতে থাকা দুই জন ঘটনাস্থলেই নিহত হন এবং আরো দুই জন আহত হন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মতিন্দ্র লাল ত্রিপুরা জানান, তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহত চারজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নিহত দুইজন হলেন- নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার হাপানিয়া এলাকার সাইদুর রহমানের ছেলে মো. খোকন এবং নেত্রকোনা সদরের মো. রানা। আহতরা হলেন জাহেদ ও সরোয়ার। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কে কুমিরা হাইওয়ে থানাধীন এলাকার বাড়বকুণ্ডে ধান মাড়াইয়ের মেশিন বহনকারী গাড়িতে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।
অপর দিকে উপজেলার বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমিন জানান, সোনাইছড়ির শীতলপুর বগুলাবাজার এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় তাইজুদ্দিন নামক একজন নিহত হয়েছেন। এছাড়া সিএনজিচালিত টেক্সি দুর্ঘটনায় আহত হবার কথা শুনলেও তারা যাবার আগেই স্থানীয়রা তাদেরকে নিয়ে যাওয়ায় তারা নামপরিচয় পাননি।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ