চট্টগ্রাম বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় শ্রমিক নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. তাইজুদ্দিন (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত তাইজুদ্দিন ভোলা জেলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তি একটি রড তৈরির কারখানার শ্রমিক। দুপুরের দিকে কাজের কিছু মালামাল নেয়ার জন্য মহাসড়কে এসে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আবদুল মমিন বলেন, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় একব্যক্তি নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট