দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজিব জাফর চৌধুরীর পক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে সাতকানিয়া উত্তর কালিয়াইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাইদুল আলম চৌধুরী, বিবি আমেনা নিপা, বিএনপি নেতা ইলিয়াস বাবুল, শফিক আহমেদ, আজম আলমগীরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপহারের কম্বল বিতরণকালে রাজিব জাফর চৌধুরী বলেন, মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ