চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘পার্বত্য চট্টগ্রাম ভূমি সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে’

বান্দরবান প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২৪ | ২:০০ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধানে ভূমি কমিশনকে কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ভূমি কমিশনের জন্য নতুন করে লোকবল নিয়োগ করা হবে। এছাড়া স্থানীয় ভূমি সমস্যার সমাধান ও ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বান্দরবানের সদর উপজেলা প্রশাসন কমপ্লেক্স ও কালেক্টরেট স্কুল কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে পার্বত্য উপদেষ্টা সু প্রদীপ চাকমা সাংবাদিকদের এ কথা বলেন।

 

এ সময় তার সাথে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বান্দরবানের পর্যটন সমস্যা সম্পর্কে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, পর্যটক ভ্রমণে যে কয়েকটি জায়গায় নিষেধাজ্ঞা রয়েছে, এ সম্পর্কে আগামী আইনশৃঙ্খলা মিটিং আলোচনা করা হবে।

 

তিনদিনের সফরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পার্বত্য উপদেষ্টা সু প্রদীপ চাকমা বান্দরবানে আসেন। শুক্রবার (২৭ আগস্ট) তিনি বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গা ঝিড়ি এলাকায় দুর্বৃত্ত কর্তৃক ত্রিপুরা সম্প্রদায়ের পুড়িয়ে দেওয়া পাড়া পরিদর্শন করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট