চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আ. লীগ নেত্রী কাবেরী ৩টি হত্যা মামলায় কারাগারে

কক্সবাজার সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৪ অপরাহ্ণ

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরীকে দুটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া দুটি হত্যা মামলায় কাবেরীর নাম জড়িত থাকার অভিযোগ উঠেছে। এছাড়া ২০২১ সালে ঘটে যাওয়া একটি হত্যাচেষ্টার মামলায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই মামলার তদন্ত করছে এবং তদন্তে কাবেরীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

 

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে কাবেরীকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসা হয়। পরে শুক্রবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

 

কাবেরী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। তিনি গেলো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে রাজনৈতিক কারণে ভাই-বোনের মধ্যে বিভেদ ছিল।

 

জানা যায়, কাবেরী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে কথা বলে আলোচনায় থাকতেন। তবে তার এই সক্রিয়তা প্রায়শই বিতর্কের জন্ম দিত।

 

কাবেরীর গ্রেপ্তারে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই গ্রেপ্তারকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে মনে করছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট