চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া তাফসিরুল কোরআন মাহফিল থেকে আলেম-ওলামাসহ দেশবাসীকে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মোফাসসিরের বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

 

তিনি বলেন, বাহাসের দিন শেষ, ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। নামাজ কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, নারীদের পর্দায় থাকতে হবে এই বিষয়গুলোতে আমরা সকলে একমত। বৈষম্যবিরোধী বাংলাদেশ চাই এতেও আমরা একমত। স্বাধীনতা সার্বভৌত্বের প্রশ্নেও সকলকে এক হতে হবে। ইস্যুভিত্তিক ঐক্যবদ্ধ হতে হবে।

 

মাহফিলে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত সকলের জন্য দোয়া করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট