চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মহি উদ্দীন মহিন (২১) নামে এক বাইক আরোহী নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান সংলগ্ন আরকান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহি উদ্দীন মহিন আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান রাজঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। আহতরা হলেন- মেহেদী হাসান (২২) ও নাঈমুল ইসলাম (২৫)। তাদের বাড়ি পার্বত্য জেলা বান্দরবানের সুয়ালং এলাকার ভাগ্যেরকূল।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বাইক আরোহী তিন বন্ধু পদুয়া বাজার অভিমুখে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে আসা মালামালবাহী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহী তিনজনই ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই মহিন মারা যান। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ