চট্টগ্রাম লোহাগাড়ার চরম্বা সিদ্দিকিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীন (রহ.) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। শনিবার সকাল ১০টায় চরম্বা সিদ্দিকীয়া মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা জালাল উদ্দীন রাজঘাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও দোহাজারী মাদ্রাসায় দেড় যুগের বেশি শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজ এলাকা লোহাগাড়ার স্বনামধন্য চরম্বা সিদ্দিকিয়া মাদিনাতুল উলুম ও খরাইয়ানগরস্ত মোহাম্মদীয়া তাজবীদুল কুরআন মাদ্রাসা ও ফাতেমাতুজ্জুহরা বালক-বালিকা মাদ্রাসায় দেড় যুগের বেশি সময় ধরে মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি সর্বশেষ আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী (রঃ) গঠিত সুলতানিয়া ইসলামিক অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন।
আল্লামা জালাল উদ্দীন নানুপুরের পীর আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী (রঃ) ও হাটহাজারীর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি (রঃ) এর সুযোগ্য খলিফা। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, মাওলানা জালাল উদ্দীন (রঃ) ছিলেন এলাকার আলোকিত ব্যক্তিত্ব। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত ইসলামের খেদমতে ব্যয় করেছেন। তিনি শিক্ষা, আদর্শ এবং চরিত্রের মাধ্যমে লোকজনকে আলোকিত করেন।
মাওলানা জালাল উদ্দীন (রহ.) ১৯৫৮ সালে লোহাগাড়া উপজেলার চরম্বা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী নূর মোহাম্মদ (রহ.) ও মায়ের নাম হাজেরা খাতুন। মৃত্যুকালে তিনি চার পুত্রসন্তান, চার কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ