চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহ মো. রুবেল (২৭) নামে এক সিএনজিচালিত ট্যাক্সিচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মালাত আলীর ছেলে। তার বাড়ি চন্দ্রঘোনা বনগ্রাম হলেও দীর্ঘদিন ধরে তিনি লালানগর ৫নং ওয়ার্ডে শ্বশুরবাড়িতে থাকতেন। তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময়ে চুরির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, নিহত রুবেল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার স্ত্রীর বড় ভাইয়ের সিএনজি অটোরিকশায় গ্যাস নিতে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথে স্থানীয় বিএনপি নেতা মো. বখতিয়ার (৫০), মিজানুর রহমান (৫২) ও কামরুল ইসলামসহ কয়েকজন মিলে তার সিএনজি অটোরিকশা আটক করে এবং গত ২৫ ডিসেম্বর রাতে ধামাইরহাট বাজারের একটি মোবাইলের দোকানে দুই লাখ টাকা ও ৩টি মোবাইল চুরির অভিযোগ করে।
রুবেল ঘটনার ব্যাপারে অস্বীকার করলে তাকে সম্প্রতি স্থানীয়ভাবে বিএনপি নেতাদের উদ্যোগে গড়ে ওঠা একটি ক্লাবঘরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে ব্যাপক মারধরের অভিযোগ পাওয়া যায়। এ সময় টাকা ও মোবাইল না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় রেখে চলে যাওয়া হয় বলে জানা যায়।
খবর পেয়ে ভোররাত ৪টার দিকে রুবেলের স্ত্রীর বড় ভাই মো. জসিম স্থানীয় লোকজনসহ রুবেলের খোঁজ নিতে গেলে ক্লাবটির দরজা খুলে তাকে মৃত অবস্থায় দেখেন। পরবর্তীতে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয়দের অভিযোগ, রুবেল দুই মাস আগেও চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে স্ত্রী ও তার বড় ভাই মুচলেকা ও জরিমানা দিয়ে ছাড়িয়ে নেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
পূর্বকোণ/মাহমুদ