মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রাউজানে অভিযানে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দের পর পুড়িয়ে দিয়েছে নৌ-পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে হালদা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, ‘যেকোন চাপ উপেক্ষা করে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে তাদের সতর্ক থাকতে বলেছেন। যেকোনো প্রকার অবৈধ জাল (কারেন্ট জাল, চরঘেরা জাল, ভাসা জাল) ও বর্শি দ্বারা হালদা নদীতে মাছ ধরা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।
পূর্বকোণ/ আরআর/এএইচ