চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বড়দিনের ছুটিতে পারকি সৈকতে পর্যটকের ঢল

সুমন শাহ, আনোয়ারা

২৬ ডিসেম্বর, ২০২৪ | ১:১৫ অপরাহ্ণ

বড়দিনের ছুটিতে আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকেই সৈকতে ছুটে আসতে থাকেন হাজার হাজার পর্যটক। সারাবছরের ক্লান্তি দূর করতে অনেকেই নিষ্পলক উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য।

 

তবে অব্যবস্থাপনা আর দখল-বেদখলে বেহাল পারকি সমুদ্র সৈকতের বাহ্যিক সৌন্দর্য। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকেরা। তবে পারকি সমুদ্র সৈকত নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

 

সরেজমিনে পারকি সমুদ্র সৈকত পরিদর্শন করে দেখা যায়, টানা ছুটি না থাকলেও অনেকেই একদিনের ছুটিকে কাজে লাগাতে এসেছেন। আবার স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেকেই এসেছেন পরিবার-পরিজন নিয়ে। কিন্তু সৈকতে নামার প্রধান সড়কে সংস্কারের নামে সপ্তাহ খানেক আগে থেকে রড বিছিয়ে ফেলে রাখা হয়েছে। বন্ধ রয়েছে সংস্কার কাজ।

 

বিকল্প মাটির সড়কে পর্যটকের গাড়ি চলাচল করছে। যেসব দোকানপাট বিচের উপর ঝাউবাগানে ছিল সেগুলো এখন বিচে স্থাপন করা হয়েছে। যার ফলে দখল হয়ে আছে বিচের বৃহৎ অংশ। বিচে মোটরসাইকেল নামানো নিষিদ্ধ থাকলেও দেদারসে চলছে মোটরসাইকেল। পুরো বিচজুড়ে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে।

 

শিক্ষাসফরে আসা চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের শিক্ষিকা হালিমা নিশাত বলেন, বরাবরের মতোই পারকি সমুদ্র সৈকতটা অনেক ভালো লাগে। এবার নাগরদোলা, ঘোড়াসহ বিভিন্ন রাইড সংযুক্ত করা হয়েছে। সবকিছু দেখে খুব ভালো লাগছে। তবে মোটরসাইকেলগুলোর জন্য নির্দিষ্ট জায়গা করে দিলে ভালো হবে। কারণ বিচে বাচ্চারা ছুটোছুটি করতে গিয়ে হুটহাট করে বাইকগুলো সামনে চলে আসছে।

 

স্থানীয় সাংবাদিক জাহিদ হাসান হৃদয় বলেন, পারকি সমুদ্র সৈকত আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং আনোয়ারার মানুষের জন্য একটি গৌরবের বিষয়। তবে দুই যুগ আগে এই বিচে পর্যটকের আনাগোনা শুরু হলেও তেমন কোন উন্নয়ন হয়নি। পর্যাপ্ত পরিমাণে লাইটিং, রাতে থাকার ব্যবস্থা, নিরাপত্তা, বিচের সংযোগ সড়কগুলোর উন্নয়ন হলে পারকি সমুদ্র সৈকত একটি আদর্শ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

 

এদিকে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, বড়দিনের ছুটিতে পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের ফোর্স মোতায়েন রাখা হয়েছে। এছাড়া বিচে মোটরসাইকেল নামালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, পারকিতে বিচের মধ্যে দোকানপাট স্থাপনের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দোকানপাটগুলোকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসা হবে। এছাড়া পারকি সমুদ্র সৈকত নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। তাই আপাতত আমরা কোন উদ্যোগ নিচ্ছি না।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট