কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মরদেহ দুটি কর্ণফুলী নদীর সীতারঘাটে ভেসে উঠে।
কাপ্তাই ফায়ার সার্ভিস টিম লিডার মো.নজরুল ইসলাম জানান, আমরা সংবাদ পেয়ে দ্রুত এসে নদী থেকে একশ গজ দূরে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করি। চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে মঙ্গলবার ৯ বন্ধু মিলে মা-বাবাকে না জানিয়ে কাপ্তাই বেড়াতে আসে। চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয় প্রিয়ন্ত দাশ ও শাওন দত্ত নামে দুই স্কুলছাত্র।গত দুইদিন ডুবুরিসহ স্বজনরা খোঁজাখুঁজি করে না পেলেও আজ বুধবার সকালে তাদের দুজনের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পূর্বকোণ/পিআর