কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের ২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিখোঁজ কিশোরদের লাশ পাওয়ার অপেক্ষায় স্বজনসহ কাপ্তাই ফায়ার সার্ভিস উদ্বারকারী কর্মী ও এলাকাবাসী অপেক্ষা করছেন।
চট্টগ্রাম থেকে আসা নিখোঁজ প্রিয়ন্ত দে’র জেঠা তাপস দে বলেন, ভাটিয়ারি যাওয়ার কথা বলে তারা ঘর থেকে বের হয়। রাঙামাটির কাপ্তাই আসবে সেটা আমাদের জানায়নি। তার বন্ধুরা চট্টগ্রামের পাথরঘাটা থেকে একসাথে কাপ্তাই চলে আসে। আমরা তাদের নিখোঁজের বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে অবগত হই। এরপর খোঁজ খবর নেওয়া শুরু করি এবং ঘটনাস্থলে ছুটে আসি। আমরা প্রশাসনের কাছে নিখোঁজ সন্তানদের মরদেহের সন্ধান চাই।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিম লিডার মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার ঘটনারপর থেকে বুধবার বিকাল পর্যন্ত তারা মরদেহের সন্ধান করে যাচ্ছে। নদীতে তলিয়ে যাওয়া দুই কিশোরের মরদেহ না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে। বুধবার মরদেহ ভেসে উঠার সম্ভাবনা থাকায় তারা পানিতে নামেনি বলে তিনি জানান।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ে বেড়াতে আসে স্কুলছাত্রের একটি দল। দুপুরে তারা কর্ণফুলী নদীর সীতারঘাট এলাকায় গোসল করতে নেমে প্রিয়ন্ত ও শাওন নামে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়।
পূর্বকোণ/পিআর/পারভেজ