চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মেরামত কাজ শুরু

বুধবার থেকে কক্সবাজারে রেজুখাল বেইলি সেতু বন্ধ

কক্সবাজার সংবাদদাতা

২৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পুরাতন রেজুখাল বেইলি সেতুর মেরামত কাজ শুরু হওয়ায় আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে।

 

এই সময় যানবাহনসহ সাধারণ জনগণকে বিকল্প পথ ব্যবহার করার জন্য সড়ক ও জনপথ বিভাগ, কক্সবাজার অফিস থেকে অনুরোধ করা হয়েছে। সেতুটি মেরামতের মাধ্যমে কক্সবাজার-টেকনাফ সড়কের যানবাহন চলাচল আরও উন্নত এবং নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

 

জনসাধারণের নিরাপত্তা এবং সুবিধার জন্য সরকার সড়ক যোগাযোগের বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। তবে, সেতুটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে।

 

কক্সবাজার সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানিয়েছেন, প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। একটু সাময়িক অসুবিধা হলেও কাজ শেষ হলে এতে পর্যটক ও স্থানীয়রা উপকৃত হবে।

 

স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে, তারা বিকল্প পথে যানজটের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট