চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‌‘নতুনদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এলডিপি’

বিজ্ঞপ্তি

২৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪১ পূর্বাহ্ণ

সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। দলীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২২ ডিসেম্বর) রাতে পটিয়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

 

এলডিপির সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা এলডিপির এ নীতিনির্ধারক।

 

১৮ বছরের অধীক এবং পুরনো সদস্য নবায়ননের মাধ্যমে তৃণমূল রাজনীতিকে আরও শক্তিশালী করা হবে উল্লেখ করে এম এয়াকুব আলী বলেন, সংগঠনের কাঠামো শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি রাজপথে জোরালো অবস্থান গড়ে তুলবো।

 

সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতি সক্রিয় হবে উল্লেখ করে তিনি আরও বলেন, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দল শক্তিশালী হবে। মজবুত হবে সাংগঠনিক ভিত্তি। দলকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুনদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এলডিপি।

 

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মনছুর আলম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সওদাগর, যুগ্ম সম্পাদক নাদেরুজ্জামান, খরনা ইউনিয়ন এলডিপির সভাপতি আবদুর রশিদ, শোভনদন্ডী ইউনিয়ন এলডিপির সভাপতি হারুনর রশীদ, এলডিপি নেতা জাহেদুল হক সওদাগর, মামুনুর রশীদ, মেজবাহ উদ্দিন সোহেল, ওসমান, শফি প্রমুখ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট