চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

২১ বছর পর ফটিকছড়ির তোতা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাজিরহাট সংবাদদাতা

২৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জংগুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জংগু ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের খায়ের আহমদের ছেলে।

র‌্যাব জানায়, ২০০৩ সালের ১ নভেম্বর পূর্ব শত্রুতার জেরে প্রবাসী নেছার আহমেদ তোতাকে ঘর থেকে তুলে নেয় সন্ত্রাসীরা। পরদিন ২ নভেম্বর উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মোর্শেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন।

র‌্যাব আরও জানায়, পুলিশ প্রতিবেদন ও মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ২০২১ সালের ৮ মার্চ জংগুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। সোমবার রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকা থেকে জংগুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন।

পূর্বকোণ/মাহমুদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট