খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় মো. হানিফ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার হেডম্যানপাড়া এলাকার কলেজ ছাত্রাবাস সংলগ্ন জঙ্গল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে হানিফ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। সকালে গাছে ঝুলতে দেখে পথচারীরা পুলিশ ও স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
পূর্বকোণ/পিআর