খ্রিস্টানদের বড়দিন উদযাপন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউএনও’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুন্দ্র। এতে উপজেলার বিভিন্ন খ্রিস্টান চার্চের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
বিশেষ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, বড়দিনে ও থার্টি ফাস্ট নাইট পালনকালে ফটকা আতশবাজি ফুটানো সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এসব কাজ যেন কেউ না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বড়দিন উদযাপন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে গোটা উপজেলায় আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত থাকবে। তাই আশা করি- কেউ কোন প্রকার অরাজকতা করতে সাহস পাবে না। আপনারা আপনাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার ওসিদের বলে দেওয়া হবে যেন তারা কড়া নজরদারি রাখেন।
রাজস্থলী থানার এসআই প্রিয়লাল বলেন, খ্রিস্টান ধর্মাবলম্ভীরা যেন তাদের বড় দিন সঠিকভাবে পালন করতে পারে সে লক্ষে পুলিশ আইন-শৃঙ্খলা বিষয়ে যথাযথ ভূমিকা রাখবে। প্রত্যেক গির্জা ও চার্চে আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়ন করা হবে। আশা করি কোথায়ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়তের আমির মাওলনা ফরিদুল আলম, সাংবাদিক আজগর আলী খান, ছাত্র সমন্বয় হ্লামং মারমা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ট্রাস্টের প্রতিনিধি জিকু দে, বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধি, বিভিন্ন চার্চের প্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পূর্বকোণ/আজগর/এএইচ