চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে চাগাচর গ্রামের রমজান আলী (৬৫) নামে বৃদ্ধের লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
তার পরিবারিক সূত্রে জানা যায়, রমজান আলী মৃগিরোগে আক্রান্ত ছিলেন। গত ২০ ডিসেম্বর সকালে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অবশেষে আজ শনিবার দুপুরে ভাসমান অবস্থায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। আজ বাদে আসর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারবারিক কবরস্থানে দাফন করা হয়।
পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ