চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা

মিরসরাই সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২৪ | ৮:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা শনিবার (২১ ডিসেম্বর) মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন ও অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. নাছির উদ্দিন।

 

এছাড়াও মতবিনিময় সভায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা, গণমাধ্যম কর্মী এবং বেসরকারি ক্লিনিকের মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্যদের সামনে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন উপস্থিত প্রতিনিধিরা।

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট