কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর লাশ রেখে পালানোর সময় স্বামীকে আটকে রেখে পুলিশে দিয়েছে জনতা। আটককৃতের নাম নুরুল আলম সিকদার। তার স্ত্রীর নাম রুমানা আক্তার। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে।
জানা গেছে, স্বামীর নির্যাতনের শিকার এম্বুলেন্সযোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে চকরিয়ায় এ নারীর মৃত্যু হয়েছে।
১ বছর আগে টেকনাফের হোকাইক্যং মিনাবাজার এলাকার কৃষক নুরুল ইসলামের মেয়ে রুমানা আক্তারের সাথে বিয়ে হয় কক্সবাজার কালুর দোকান এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে সাদ্দাম হোসেনের। বিয়ের আগে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন মিয়া বলেন, এই ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ