বোয়ালখালীতে ১৫৫০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে স্মারক মেধা বৃত্তি পরীক্ষা।
শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্মারক মেধা বৃত্তি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুরুল হুদা ও সচিব মনিরুল হক ইসমাম জানান, প্রথমবারের মতো সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে স্কুল ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক শিক্ষক মাহমুদুল হক, প্রকৌশলী দিদারুল আলম, ডা. আশিক আল ফারুক, মনজুরুল ইসলাম, এম. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন মুহাম্মদ ইব্রাহিম খান (সৌরভ), রুবেল চৌধুরী, এফ এম রুবাই, সায়েদুল, মোশারফ, হৃদয় ও সাব্বির।
পূর্বকোণ/এমটি/পারভেজ