হাটহাজারীর হালদা নদীর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় একটি মরা অধগলিত ডলফিন ভেসে উঠেছে।
সেটি উদ্ধার করে সুরতহাল তথা নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেয়া হয়েছে। উদ্ধার ডলফিনটির ওজন ১৩ কেজি ৪শ গ্রাম। এর দৈর্ঘ্য ৩ ফুট ৯ ইঞ্চি।
রাউজান উপজেলা মৎস্য অফিসের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নদীর নিচের দিক থেকে জোয়ারের সময় ভেসে আজিমের ঘাটের দিকে আসছিল ডলফিনটি। এলাকার লোকজন সেটি দেখে আমাদের অফিসে খবর দেন। স্থানীয় আমাদের লোকজন দিয়ে বেলা ১২টায় ডলফিনটি উদ্ধার করে নদী পাড়ে তোলা হয়। পরে আমি এবং আমার লোকজন সেখানে গিয়ে ডলফিনটির সুরতহাল ও নমুনা সংগ্রহ করি। পরে সেটি মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডলফিনটি অধগলিত। সেটি কয়েকদিন আগে জালে আটকে মারা যেতে পারে।
পূর্বকোণ/জাহেদ/এএইচ