চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ি-বাঙালি ভেদাভেদ থাকবে না: জাবেদ রেজা

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৭ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল সমাবেশ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

 

এর আগে দুপুরে বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা ঘুমধুম বেতবুনিয়া বিএনপি’র ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করেন।

 

দুপুর ৩টায় ভাজাবনিয়া সরকারি বিদ্যালয় হয়ে একটি বর্ণাঢ্য মিছিল তুমব্রু বাজারস্থ সমাবেশ স্থলে এসে পৌঁছালে ঘুমধুম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

 

তুমব্রু বাজারস্থ মাঠে ইউনিয়ন যুবদল নেতা আতিকুর রহমানের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।

 

উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক শাহ নেওয়াজ চৌধুরী’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উক্ত সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নুরুল হাসান আজাদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার।

 

সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে জাবেদ রেজা বলেন, গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশব্যাপী বিএনপি সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও আলেম উলামাদের নির্যাতন, খুন, গুম সহ জেলে বন্ধি করে রেখে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেকটি খুন,গুমের বিচার করা হবে।

 

পার্বত্য অঞ্চলে বিভিন্ন গ্রুফ তৈরি করে পলাতক আওয়ামী নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে উল্লেখ করে জাবেদ রেজা বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ি-বাঙ্গালী কোন ভেদাভেদ থাকবেনা।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু,  যুগ্ম-আহব্বায়ক নুরুল আবছার সোহেল,যুবদল নেতা আবু সুফিয়ান সোহেল, আবু কায়সার, উপজেলা ছাত্রদল সভাপতি জিয়াবুল হক, মিজান প্রমুখ।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট