চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পায়ে হেঁটে কক্সবাজার: ঢাবি স্কাউটদের অভিনব যাত্রা

কক্সবাজার প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার স্কাউট সদস্য ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছেছেন। “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে তারা এই অভিনব যাত্রা শুরু করেছিলেন।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তারা এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

 

পাঁচদিন ধরে তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং জনসচেতনতার কাজে নিজেদের সম্পৃক্ত করেন।

 

চট্টগ্রাম থেকে শুরু করে তারা গাছবাড়িয়া, লোহাগাড়া, চকরিয়া এবং ঈদগাঁও হয়ে কক্সবাজারে পৌঁছেছেন। প্রতিদিন ৩০-৩৪ কিলোমিটার পথ হেঁটে তারা এই যাত্রা সম্পন্ন করেছেন।

 

এই যাত্রাকালে তারা বিভিন্ন সরকারি দপ্তর গিয়ে দপ্তর প্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি, জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি যেমন জলবায়ু পরিবর্তন, ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি বিষয়ে মানুষকে সচেতন করেছেন।

 

টিম লিডার আহসান উল্লাহ জানান, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো সমাজসেবা এবং ব্যক্তিগত উন্নয়ন। এই যাত্রার মাধ্যমে তারা তাদের সেই লক্ষ্য পূরণ করতে পেরেছেন।

 

স্থানীয়রা এই স্কাউটদেরকে উৎসাহিত করেছেন এবং তাদের এই উদ্যোগকে প্রশংসা করেছেন।

 

উল্লেখ্য যে,আহসান উল্লাহ কক্সবাজারের ঈদগাঁও এবং জয়নাল আবেদীন টেকনাফ উপজেলার স্থানীয়।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট