চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভারতে যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

রামগড় সংবাদদাতা

১৭ ডিসেম্বর, ২০২৪ | ৬:০৩ অপরাহ্ণ

অবৈধভাবে রামগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি)। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে রামগড়ের নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন— গোপী নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। আটকরা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।

 

জানা যায়, সোমবার মধ্যরাতে অবৈধভাবে কিছু লোক সীমান্ত পাড়ি দিচ্ছে গোপনে; এমন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) নলুয়াটিলা বিওপির নায়ক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এ সময় নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ১২ বাংলাদেশিকে আটক করা হয়। আটকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

 

৪৩ বিজিবি পরিচালক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, তারা ত্রিপুরার আগরতলায় আত্মীয়র বাড়িতে বিয়ের নিমন্ত্রণে অংশ নিতে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তারা দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। তাদেরকে সীমান্ত পার করে দেওয়ার জন্য ৫৫ হাজার টাকা নেয় ওই দালাল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট