চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় ৬ লাখ টাকার ইয়াবাসহ দুইজন ধরা

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো – কক্সবাজার টেকনাফ দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. আমিন (৩৬)।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ ও দুই জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। গ্রেপ্তার ইয়াবাসহ দুইজনকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট