চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

১৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ণ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

চট্টগ্রামের হাটহাজারী সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বকুল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত বকুল কক্সবাজারের চকরিয়া থানার বদরখালী ১নং ব্লকের সৈকত আলীর পুত্র।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার কলাবাগান নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ বেলা সাড়ে ১০টায় ফিরোজা নুর টাওয়ারের পেছনে টিনের ছাদের উপর থেকে পুরাতন স্ক্র্যাপ মালামাল, কাগজপত্র ও প্লাস্টিকের মালামাল কুড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে। পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটির লাশ হাটহাজারী মডেল থানা পুলিশকে বুঝিয়ে দিলে মডেল থানার উপ-পরিদর্শক অরুন কুমার চাকমা নিহতের সুরুতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট