চট্টগ্রাম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

১৫ ডিসেম্বর, ২০২৪ | ৩:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র তোফাইল হোসাইনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিভিন্ন মামলার পলাতক আসামি পৌরসভার শ্রমিক লীগের সহ-সভাপতি আনছারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ সিন্নিপুকুরপাডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আনছার ৫ নম্বর ওয়ার্ডের এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।

 

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আনছারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

 

জানা যায়, শ্রমিক লীগের এই নেতা আনছার জামিনে এসে উপজেলা সদরসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে বিচরণ করে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘটিত করে মিছিল মিটিংয়ের মাধ্যমে এলাকার পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করছিলেন। পুলিশ বিষয়টি জানতে পেরে আদালতের ওয়ারেন্টের সূত্র ধরে অবশেষে পুলিশ তাকে অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পৌরসভার শ্রমিক লীগ নেতা সন্ত্রাসী আনছার এলাকায় অবস্থান করছে: এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট